Prime Islami Life Insurance Ltd.
phone Helpline: 09613777779

Policy Admin Portal

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৬১,৯২,২৫০/- টাকার মেয়াদোত্তর বীমাদাবীর চেক প্রদান।


Image Not Avaible

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমাগ্রাহক গোলাম কিবরিয়া জোয়ার্দার-এর মেয়াদোত্তর বীমাদাবীর ৬১,৯২,২৫০/- (একষট্টি লক্ষ বিরানব্বই হাজার দুইশত পঞ্চাশ) টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) নিজাম উদ্দিন আহমাদ, চীফ কনসালট্যান্ট রহিম উদ্-দ্দৌলা চৌধুরী, এএমডি ও ইনচার্জ উন্নয়ন প্রশাসন মোঃ আনিছুর রহমান মিয়া, এএমডি ও ইনচার্জ ঢাকা কর্পোরেট জোন-০১ মোহাম্মদ নূর-ই-আলম, এসইভিপি ও ইনচার্জ প্রশাসন বিভাগ কাজী আবুল মনজুর সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Published Date: 2019-08-27 02:10:21

News Events Image